প্রকাশিত: ১৮:০২, ৯ আগস্ট ২০২৫
মে মাসে সংঘর্ষের সময় ভারত পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং আরো একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। শনিবার ভারতের বিমানবাহিনী প্রধান এ.পি. সিং এ দাবি করেছেন।
ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সামরিক সংঘাতের কয়েক মাস পরে নয়াদিল্লি প্রথম এ জাতীয় বিবৃতি দিলো।
ভারতীয় বিমানবাহিনী প্রধান এ.পি. সিং দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে জানান, বেশিরভাগ পাকিস্তানি বিমান ভারতের রাশিয়ার নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটাকে হামলার নিশ্চিতকরণ হিসাবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “আমাদের কাছে কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং একটি বৃহৎ বিমান।”
তিনি জানান, যে বৃহৎ বিমানটি একটি নজরদারি বিমান হতে পারে। এটি ৩০০ কিলোমিটার দূরত্বে গুলি করে ভূপাতিত করা হয়েছিল।
এ.পি. সিং বলেন, “এখন পর্যন্ত ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংস করার দিক থেকে এটিই সবচেয়ে বড় রেকর্ড।”
পাকিস্তানের সামরিক বাহিনী মন্তব্যের জন্য অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ.পি. সিং কোন ধরণের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে তা উল্লেখ করেননি। তবে জানিয়েছেন, বিমান হামলায় দক্ষিণ-পূর্ব পাকিস্তানের দুটি বিমান ঘাঁটির হ্যাঙ্গারে পার্ক করা একটি অতিরিক্ত নজরদারি বিমান এবং ‘কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমানেও ভারতীয় ক্ষেপনাস্ত্র আঘাত হেনেছে।
ঢাকা/শাহেদ