নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০০, ৯ আগস্ট ২০২৫ আপডেট: ২৩:০৩, ৯ আগস্ট ২০২৫
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করা হয়। এরপরই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে, রাত পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশের সময় সিগন্যাল ভুলে ব্রডগেজ থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধের পাশাপাশি জয়দেবপুর-শিববাড়ী-রাজবাড়ী-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের বলেন, ‘‘লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ ও জয়দেবপুর-শিববাড়ী-রাজবাড়ী-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব