০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৫৫ Time View

মোহ কেটে গেলে এক ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়, যেখানে মানুষ বা পরিস্থিতি যেমন ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে। এই সময়ে আগের সেই মোহ বা মুগ্ধতা আর থাকে না এবং প্রায়শই সম্পর্ক বা ব্যক্তি সম্পর্কে নতুন এবং ভিন্ন ধারণা জন্মায়। 

গামিনি ডি সিলভা, যিনি বাংলাদেশ ক্রিকেটের প্রধান কিউরেটর হিসেবে ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন, তাকে নিয়ে শনিবার সঠিক মূল‌্যায়নটাই দিলেন নাজমুল আবেদীন ফাহিম, ‘‘উইকেট নিয়ে আমাদের অসন্তুষ্টি সবার মধ‌্যেই ছিল। তার সীমাবদ্ধতা ছিল। এজন‌্য সে ওভারকাম করতে পারেনি। আমরা যা চেয়েছি তা দিতে পারিনি। সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার। ভালো কোচ ও ট্রেনারের চাইতেও উইকেট বেশি গুরুত্বপূর্ণ। ভালো উইকেট থাকলে অনেক কিছু ভালো হয়ে যেতে পারত। আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে।’’ 

পাশে বসা আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু যেন বিরক্তই গামিনির ওপর, ‘‘এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই (গামিনিকে)। আমাদের রিয়ালেইজেশন বলতে পারেন (গামিনিকে নিয়ে)। আমরা চাচ্ছিলাম একজন পারেফক্ট লোক….নিশ্চিতভাবেই আমরা জানি মিরপুরের উইকেট ইজ আ প্রবলেম। এটা সবারই জানা।’’ 

সাবেক শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটার গামিনি খেলা শেষে আম্পায়ার হিসেবে কাজ করার পর স্রেফ কিউরেটর কোর্স করে বিসিবির চাকরি বাগিয়ে নিয়েছিলেন। এখন মাসে বেতন পাচ্ছেন সাড়ে চার হাজার ডলার। তাকে দিয়ে ‘আর চলবে না’ এই উপলব্ধি বিসিবি পেয়েছে সবশেষ পাকিস্তান সিরিজে। 

তিন টি-টোয়েন্টির উইকেট নিয়ে প্রচন্ড হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাকে ছাঁটাই কিংবা এক্সটেনশন পিরিয়ড শেষেই বিদায় করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজকের বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। ফলে এক বছর তিনি থাকবেন স্রেফ পদ আঁকড়ে। তার জায়গায় বিসিবি উড়িয়ে এনেছে  ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে। 

খবরটা গামিনি ডি সিলভা আগেই পেয়েছিলেন। তাকে ছাড়তে হবে বাংলাদেশ হেড কিউটরের পদ। আজ সকালেই পাকিস্তান থেকে হেমিং বাংলাদেশে ফিরেছেন। আপাতত বিসিবি হেমিংয়ে আশার বীজ বপন করছেন।

হেমিংয়ে বুঁদ হয়ে আছেন নাজমুল আবেদীন, ‘‘টনি হেমিং সম্পর্কে আমি অস্ট্রেলিয়ার এক নম্বর কিউরেটর অ‌্যাডাম লুইসের থেকে শুনেছি। পাকিস্তানে আমরা যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে যেই উইকেট হেমিং বানিয়েছিলেন..ওখানে ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে। পিএসএল হয়েছে। আরো খেলা হয়েছে, তারপরও শেষ দিকে উইকেটের যেই কন্ডিশন দেখেছি, আমি অবাক হয়ে গিয়েছি। আমরা তো অজুহাত দেই আমাদের এখানে এতো খেলা হয়। অথচ পাকিস্তানের উইকেট এতো পেস, সুন্দর বাউন্স, পরিচ্ছন্ন। এগুলো দেখে প্র‌্যাকটিক‌্যালি ইমপ্রেস হওয়ার সুযোগ ছিল। এছাড়া ঢাকাতেও আমি তার কাজ দেখেছি। দারুণ কাজ করে।’’

হেমিং ২০২৩ সালে বিসিবির চাকরিতে যোগ দেন দুই বছরের চুক্তিতে। এক বছর যেতে না যেতে গামিনির বিরুদ্ধে অভিযোগ তুলে বিসিবির চাকরি ছাড়েন। ২০২৪ সালের জুলাই মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দুই বছরের জন্য চাকরি নেন। বছর ঘুরতে না ঘুরতে পিসিবির চাকরি ছেড়ে বিসিবিতে যোগ দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান। 

এবারও দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে। আজ তার চুক্তি অনুমোদনও করা হয়েছে। কাল থেকেই কাজ শুরু করবেন। তাকে নিয়ে বিসিবির উচ্ছ্বাসটা টের পাওয়া গেল পরিচালক ইফতেখার আহমেদ মিঠুর কণ্ঠে, ‘‘হি ইজ দ‌্য বেস্ট, ওয়ার্ল্ডের দুই-তিনজন কিউরেটরের মধ্যে একজন। হয়তো তার বিসিবির অভিজ্ঞতা ব‌্যক্তিগতভাবে ভালো ছিল। এজন‌্য ফিরেছেন।’’

‘‘আমরা তাকে প্রধান করে নিয়ে আসছি। সময় বলবে গামিনি থাকছে কী থাকছে না। টমি হেমিং যেভাবে চাবে সেভাবে তার বিভাগ সাজিয়ে নেবে। সে তো টার্ফ ম‌্যানেজমেন্ট ডিভিশনের প্রধান। গ্রাউন্ডস কমিটি বসবে। প্লাস-মাইনাস সবারই তো আছে। টনি হেমিং জানেন সব। তার ওয়ার্ক ফ্লো নিজে ঠিক করবে। তাকে সপ্তাহ দশ দিন সময় দেই।’’

শুধু মাঠের উইকেটের দায়িত্বই নয়, হেমিং কাজ করবেন স্থানীয় কিউরেটর নিয়েও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চার ট্রেইনি কিউরেটরকে প্রশিক্ষণ দেবেন।

‘‘আমাদের যেই গ্রাউন্ডসম‌্যান আছে। আমরা চাই তাদের ওপর বিনিয়োগ করতে। একটু অপেক্ষা করি। দেখি সামনে কী হয়। এখন আমরা অনেক স্বচ্ছতা নিয়ে কাজ করছি। অনেক ধরনের বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে। সেই অনুযায়ী আমরা এগিয়েছি। আমরা তাকে পেয়ে খুশি। আমরা এখন উন্নতির প্ক্রিয়াতে আছি।’’ – বলেছেন ইফতেখার আহমেদ। 

১৭ দিনের ছুটি অনুমোন করা গামিনি ১০ আগস্ট শ্রীলঙ্কা যাচ্ছেন। হতে পারে বিসিবির চাকরিতে এটিই তার শেষ ছুটি।

ট্যাগঃ

গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ 

সময়ঃ ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

মোহ কেটে গেলে এক ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়, যেখানে মানুষ বা পরিস্থিতি যেমন ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে। এই সময়ে আগের সেই মোহ বা মুগ্ধতা আর থাকে না এবং প্রায়শই সম্পর্ক বা ব্যক্তি সম্পর্কে নতুন এবং ভিন্ন ধারণা জন্মায়। 

গামিনি ডি সিলভা, যিনি বাংলাদেশ ক্রিকেটের প্রধান কিউরেটর হিসেবে ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন, তাকে নিয়ে শনিবার সঠিক মূল‌্যায়নটাই দিলেন নাজমুল আবেদীন ফাহিম, ‘‘উইকেট নিয়ে আমাদের অসন্তুষ্টি সবার মধ‌্যেই ছিল। তার সীমাবদ্ধতা ছিল। এজন‌্য সে ওভারকাম করতে পারেনি। আমরা যা চেয়েছি তা দিতে পারিনি। সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার। ভালো কোচ ও ট্রেনারের চাইতেও উইকেট বেশি গুরুত্বপূর্ণ। ভালো উইকেট থাকলে অনেক কিছু ভালো হয়ে যেতে পারত। আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে।’’ 

পাশে বসা আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু যেন বিরক্তই গামিনির ওপর, ‘‘এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই (গামিনিকে)। আমাদের রিয়ালেইজেশন বলতে পারেন (গামিনিকে নিয়ে)। আমরা চাচ্ছিলাম একজন পারেফক্ট লোক….নিশ্চিতভাবেই আমরা জানি মিরপুরের উইকেট ইজ আ প্রবলেম। এটা সবারই জানা।’’ 

সাবেক শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটার গামিনি খেলা শেষে আম্পায়ার হিসেবে কাজ করার পর স্রেফ কিউরেটর কোর্স করে বিসিবির চাকরি বাগিয়ে নিয়েছিলেন। এখন মাসে বেতন পাচ্ছেন সাড়ে চার হাজার ডলার। তাকে দিয়ে ‘আর চলবে না’ এই উপলব্ধি বিসিবি পেয়েছে সবশেষ পাকিস্তান সিরিজে। 

তিন টি-টোয়েন্টির উইকেট নিয়ে প্রচন্ড হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাকে ছাঁটাই কিংবা এক্সটেনশন পিরিয়ড শেষেই বিদায় করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজকের বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। ফলে এক বছর তিনি থাকবেন স্রেফ পদ আঁকড়ে। তার জায়গায় বিসিবি উড়িয়ে এনেছে  ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে। 

খবরটা গামিনি ডি সিলভা আগেই পেয়েছিলেন। তাকে ছাড়তে হবে বাংলাদেশ হেড কিউটরের পদ। আজ সকালেই পাকিস্তান থেকে হেমিং বাংলাদেশে ফিরেছেন। আপাতত বিসিবি হেমিংয়ে আশার বীজ বপন করছেন।

হেমিংয়ে বুঁদ হয়ে আছেন নাজমুল আবেদীন, ‘‘টনি হেমিং সম্পর্কে আমি অস্ট্রেলিয়ার এক নম্বর কিউরেটর অ‌্যাডাম লুইসের থেকে শুনেছি। পাকিস্তানে আমরা যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে যেই উইকেট হেমিং বানিয়েছিলেন..ওখানে ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে। পিএসএল হয়েছে। আরো খেলা হয়েছে, তারপরও শেষ দিকে উইকেটের যেই কন্ডিশন দেখেছি, আমি অবাক হয়ে গিয়েছি। আমরা তো অজুহাত দেই আমাদের এখানে এতো খেলা হয়। অথচ পাকিস্তানের উইকেট এতো পেস, সুন্দর বাউন্স, পরিচ্ছন্ন। এগুলো দেখে প্র‌্যাকটিক‌্যালি ইমপ্রেস হওয়ার সুযোগ ছিল। এছাড়া ঢাকাতেও আমি তার কাজ দেখেছি। দারুণ কাজ করে।’’

হেমিং ২০২৩ সালে বিসিবির চাকরিতে যোগ দেন দুই বছরের চুক্তিতে। এক বছর যেতে না যেতে গামিনির বিরুদ্ধে অভিযোগ তুলে বিসিবির চাকরি ছাড়েন। ২০২৪ সালের জুলাই মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দুই বছরের জন্য চাকরি নেন। বছর ঘুরতে না ঘুরতে পিসিবির চাকরি ছেড়ে বিসিবিতে যোগ দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান। 

এবারও দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে। আজ তার চুক্তি অনুমোদনও করা হয়েছে। কাল থেকেই কাজ শুরু করবেন। তাকে নিয়ে বিসিবির উচ্ছ্বাসটা টের পাওয়া গেল পরিচালক ইফতেখার আহমেদ মিঠুর কণ্ঠে, ‘‘হি ইজ দ‌্য বেস্ট, ওয়ার্ল্ডের দুই-তিনজন কিউরেটরের মধ্যে একজন। হয়তো তার বিসিবির অভিজ্ঞতা ব‌্যক্তিগতভাবে ভালো ছিল। এজন‌্য ফিরেছেন।’’

‘‘আমরা তাকে প্রধান করে নিয়ে আসছি। সময় বলবে গামিনি থাকছে কী থাকছে না। টমি হেমিং যেভাবে চাবে সেভাবে তার বিভাগ সাজিয়ে নেবে। সে তো টার্ফ ম‌্যানেজমেন্ট ডিভিশনের প্রধান। গ্রাউন্ডস কমিটি বসবে। প্লাস-মাইনাস সবারই তো আছে। টনি হেমিং জানেন সব। তার ওয়ার্ক ফ্লো নিজে ঠিক করবে। তাকে সপ্তাহ দশ দিন সময় দেই।’’

শুধু মাঠের উইকেটের দায়িত্বই নয়, হেমিং কাজ করবেন স্থানীয় কিউরেটর নিয়েও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চার ট্রেইনি কিউরেটরকে প্রশিক্ষণ দেবেন।

‘‘আমাদের যেই গ্রাউন্ডসম‌্যান আছে। আমরা চাই তাদের ওপর বিনিয়োগ করতে। একটু অপেক্ষা করি। দেখি সামনে কী হয়। এখন আমরা অনেক স্বচ্ছতা নিয়ে কাজ করছি। অনেক ধরনের বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে। সেই অনুযায়ী আমরা এগিয়েছি। আমরা তাকে পেয়ে খুশি। আমরা এখন উন্নতির প্ক্রিয়াতে আছি।’’ – বলেছেন ইফতেখার আহমেদ। 

১৭ দিনের ছুটি অনুমোন করা গামিনি ১০ আগস্ট শ্রীলঙ্কা যাচ্ছেন। হতে পারে বিসিবির চাকরিতে এটিই তার শেষ ছুটি।