০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলানিউজের সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম মিন্টু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৫৬ Time View
তৌহিদুল ইসলাম মিন্টু

অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। শনিবার (৯ আগস্ট) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি তাকে এই পদোন্নতি দিয়েছে।

তিনি বাংলানিউজে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান।  

যশোরের সন্তান তৌহিদুল ইসলাম মিন্টুর সাংবাদিকতায় হাতেখড়ি নিজ জেলা শহরেই। তিনি ১৯৯৭ সালে দৈনিক লোকসমাজে যোগদান করেন। এ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০১ সালের আগস্ট মাসে ঢাকায় চলে আসেন। রাজধানীতে এসে যোগ দেন দৈনিক আজকের কাগজে। এরপর চাকরি করেন দৈনিক দেশবাংলায়।

২০০৯ সালের জুন মাসে দৈনিক কালের কণ্ঠে যোগ দিয়ে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেন তৌহিদুল ইসলাম মিন্টু। এরপর তিনি গড়ে তোলেন অনলাইন নিউজপোর্টাল ‘দ্য রিপোর্ট টোয়েন্টিফোর.কম’।  

এ বছরের ২৩ জানুয়ারি তিনি নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন বাংলানিউজে। অল্প কিছুদিনের মধ্যেই তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর শনিবার সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

গত এপ্রিলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। এর আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।  

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

বাংলানিউজের সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম মিন্টু

সময়ঃ ১২:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
তৌহিদুল ইসলাম মিন্টু

অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। শনিবার (৯ আগস্ট) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি তাকে এই পদোন্নতি দিয়েছে।

তিনি বাংলানিউজে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান।  

যশোরের সন্তান তৌহিদুল ইসলাম মিন্টুর সাংবাদিকতায় হাতেখড়ি নিজ জেলা শহরেই। তিনি ১৯৯৭ সালে দৈনিক লোকসমাজে যোগদান করেন। এ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০১ সালের আগস্ট মাসে ঢাকায় চলে আসেন। রাজধানীতে এসে যোগ দেন দৈনিক আজকের কাগজে। এরপর চাকরি করেন দৈনিক দেশবাংলায়।

২০০৯ সালের জুন মাসে দৈনিক কালের কণ্ঠে যোগ দিয়ে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেন তৌহিদুল ইসলাম মিন্টু। এরপর তিনি গড়ে তোলেন অনলাইন নিউজপোর্টাল ‘দ্য রিপোর্ট টোয়েন্টিফোর.কম’।  

এ বছরের ২৩ জানুয়ারি তিনি নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন বাংলানিউজে। অল্প কিছুদিনের মধ্যেই তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর শনিবার সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

গত এপ্রিলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। এর আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।  

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।