০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিকাশের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্বাক্ষরের অনুমোদন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৫৫ Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১১ আগস্ট ২০২৫  

নগর ভবনে ডিএসসিসির পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিকদের ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামীসহ বিভিন্ন ট্যাক্স ও বিল ডিজিটালি পরিশোধের সুবিধার্থে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে ডিএসসিসি পরিচালনা কমিটি।

সোমবার (১১ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

প্রস্তাবিত এই চুক্তির ফলে নগরবাসী ঘরে বসে সহজে ও স্বচ্ছভাবে বিল পরিশোধ করতে পারবে। পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়া আরো দক্ষ ও জবাবদিহিমূলক হবে।

এছাড়া সভায় অঞ্চল ৬ থেকে ১০ পর্যন্ত নতুন ৫টি কবরস্থান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত।
কবরস্থানে দাফন-সম্পর্কিত খরচের দাপ্তরিক প্রাক্কলন বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুমোদন করা হয়। এছাড়া মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/বকুল

ট্যাগঃ

বিকাশের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্বাক্ষরের অনুমোদন

সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১১ আগস্ট ২০২৫  

নগর ভবনে ডিএসসিসির পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিকদের ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামীসহ বিভিন্ন ট্যাক্স ও বিল ডিজিটালি পরিশোধের সুবিধার্থে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে ডিএসসিসি পরিচালনা কমিটি।

সোমবার (১১ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

প্রস্তাবিত এই চুক্তির ফলে নগরবাসী ঘরে বসে সহজে ও স্বচ্ছভাবে বিল পরিশোধ করতে পারবে। পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়া আরো দক্ষ ও জবাবদিহিমূলক হবে।

এছাড়া সভায় অঞ্চল ৬ থেকে ১০ পর্যন্ত নতুন ৫টি কবরস্থান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত।
কবরস্থানে দাফন-সম্পর্কিত খরচের দাপ্তরিক প্রাক্কলন বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুমোদন করা হয়। এছাড়া মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/বকুল