চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০৭, ১১ আগস্ট ২০২৫
আটক হাসান গাজী
চাঁদপুর ফরিদগঞ্জের বড়গাঁও গাজী বাড়িতে ভাই ও দুই ভাতিজাকে কোপানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আটক হাসান গাজী ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির বাসিন্দা।
সোমবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব চক্রবর্তী।
স্থানীয়রা জানান, বিদেশে টাকা লেনদেন নিয়ে কলহের জেরে আপন দুই ভাতিজা বাবু গাজী ও মান্নান গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন হাসান। এ সময় সন্তানদের রক্ষা করতে গেলে ভাই রওশন গাজীর মাথায়ও কোপ দেন হাসান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাবু গাজী মারা যান।
বাবা রওশন গাজী ও ছেলে মান্নান গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী বলেন, “তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত হাসান গাজীকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা/অমরেশ/মেহেদী