কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাতায়াতের অংশের জরুরি টেন্ডার দিয়ে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারা এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন।
এতে শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন, বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান এবং হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বির।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সাবেক মুখ্য সংগঠক বেলাল হোসাইন বাধন, সুকান্ত দাস, রিয়াদ হাসান রাব্বিসহ ইবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া-ইসলামী বিশ্ববিদ্যালয় মহাসড়কের ভয়াবহ দুরবস্থার শিকার হচ্ছি। মহাসড়কটি বিশ্ববিদ্যালয়ের প্রধান যাতায়াত পথ হওয়ায় এর উপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড অত্যন্তভাবে নির্ভরশীল। দুঃখের বিষয়, বর্তমানে এই সড়কটির অবস্থা এতটাই করুণ যে, তা দিয়ে যানবাহন চলাচল একপ্রকার অনিরাপদ ও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
তারা বলেন, এটি শুধু শারীরিক ঝুঁকি নয়, মানসিক ও একাডেমিক দিক থেকেও আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে এ মহাসড়কের টেন্ডার কার্যক্রম সম্পন্ন করে মেরামতের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায়, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহত্তর স্বার্থে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি দিয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েছি। সড়ক সংস্কারে নতুন প্রকল্প যেমন নেওয়া হচ্ছে, তেমনি যেসব স্থান চলাচলের একদম অনুপযোগী সেসব মেরামতের কাজও চলছে। সংস্কারের বিষয়টি আমরা সড়ক ও জনপথ বিভাগে কথা বলে গুরুত্বের সঙ্গে তদারকি করব।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাতায়াতের একমাত্র পথ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বারবার সড়ক দূর্ঘটনায় সাধারণ মানুষ ছাড়াও ইবি শিক্ষার্থীরা আহত হলেও সড়ক সংস্কারে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে টেন্ডার আহ্বান এবং সংস্কার কাজ শুরুর দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ইবি শিক্ষার্থীরা।