ঢাকা: রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাকায় ইটভর্তি একটি ট্রাক উল্টে পড়ে পানিতে ডুবে রাসেল শিকদার (৩২) নামে এক লেবারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সড়কের পাশের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
পরে ডেমড়া থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা রাসেল পানিতে ডুবে যান। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে এবং লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত রাসেল ট্রাকের লেবার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় তিনি ইটবোঝাই ট্রাকের ওপরে ছিলেন। ট্রাকটি ডেমড়া কোনাবাড়ি এলাকা থেকে ইট নিয়ে নন্দীপাড়ার দিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।
মৃতের ভাই আসাদুল ইসলাম সিকদার জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। রাসেল ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন লেবার ছিলেন। প্রতিদিনের মতোই বুধবার রাতে তিনি ট্রাকে ইট নিয়ে কাজে বের হন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এজেডএস/জেএইচ