০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • Voice24 Admin
  • সময়ঃ ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬০৮ Time View

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রিনা পারভিন, জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, এনসিপির সদর উপজেলা সমন্বয়ক তানবিরুল বারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাসুদ রানা, মাহফুজ রহমান, আবু হাসান, গণমাধ্যম কর্মী মোশারফ হোসেন, সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা জুলাই শহীদ দিবসকে জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, ,

পঞ্চগড়ে
জুলাই
শহীদ
দিবস
উপলক্ষে
জেলা
প্রশাসকের
সম্মেলন
কক্ষে
এক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার
জেলা
প্রশাসনের
আয়োজনে
এই
অনুষ্ঠানে
শহীদ
পরিবারের
সদস্য,
বৈষম্য
বিরোধী
ছাত্র
আন্দোলনের
নেতৃবৃন্দ,
জুলাই
আন্দোলনে
অংশ
নেওয়া
সাধারণ
শিক্ষার্থী,
বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক
সংগঠনের
নেতা-কর্মী,
রাজনৈতিক
দলের
নেতৃবৃন্দ
এবং
সরকারি-বেসরকারি
দপ্তরের
বিভিন্ন
পর্যায়ের
কর্মকর্তা-কর্মচারীরা
উপস্থিত
ছিলেন।

জেলা
প্রশাসক
মো.
সাবেত
আলীর
সভাপতিত্বে
অনুষ্ঠিত
সভায়
বিএনপির
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটির
সদস্য

সাবেক
সংসদ
সদস্য
রিনা
পারভিন,
জামায়াতে
ইসলামীর
আমির
ইকবাল
হোসাইন,
এনসিপির
সদর
উপজেলা
সমন্বয়ক
তানবিরুল
বারি,
বৈষম্য
বিরোধী
ছাত্র
আন্দোলনের
সমন্বয়ক
মোকাদ্দেসুর
রহমান
সান,
খোরশেদ
মাহমুদ,
মাসুদ
রানা,
মাহফুজ
রহমান,
আবু
হাসান,
গণমাধ্যম
কর্মী
মোশারফ
হোসেন,
সরকার
হায়দার
প্রমুখ
বক্তব্য
রাখেন।

বক্তারা
জুলাই
শহীদ
দিবসকে
জাতীয়
জীবনের
এক
গৌরবোজ্জ্বল
অধ্যায়
হিসেবে
উল্লেখ
করেন।
তাঁরা
বলেন,
গণতন্ত্র,
ন্যায়বিচার

মানবাধিকারের
জন্য
জীবন
উৎসর্গকারী
শহীদদের
আত্মত্যাগ
জাতির
ইতিহাসে
চিরস্মরণীয়
হয়ে
থাকবে।

আলোচনা
শেষে
শহীদদের
আত্মার
মাগফিরাত
কামনা
করে
বিশেষ
মোনাজাত
করা
হয়।


সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

সময়ঃ ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, ,

পঞ্চগড়ে
জুলাই
শহীদ
দিবস
উপলক্ষে
জেলা
প্রশাসকের
সম্মেলন
কক্ষে
এক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার
জেলা
প্রশাসনের
আয়োজনে
এই
অনুষ্ঠানে
শহীদ
পরিবারের
সদস্য,
বৈষম্য
বিরোধী
ছাত্র
আন্দোলনের
নেতৃবৃন্দ,
জুলাই
আন্দোলনে
অংশ
নেওয়া
সাধারণ
শিক্ষার্থী,
বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক
সংগঠনের
নেতা-কর্মী,
রাজনৈতিক
দলের
নেতৃবৃন্দ
এবং
সরকারি-বেসরকারি
দপ্তরের
বিভিন্ন
পর্যায়ের
কর্মকর্তা-কর্মচারীরা
উপস্থিত
ছিলেন।

জেলা
প্রশাসক
মো.
সাবেত
আলীর
সভাপতিত্বে
অনুষ্ঠিত
সভায়
বিএনপির
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটির
সদস্য

সাবেক
সংসদ
সদস্য
রিনা
পারভিন,
জামায়াতে
ইসলামীর
আমির
ইকবাল
হোসাইন,
এনসিপির
সদর
উপজেলা
সমন্বয়ক
তানবিরুল
বারি,
বৈষম্য
বিরোধী
ছাত্র
আন্দোলনের
সমন্বয়ক
মোকাদ্দেসুর
রহমান
সান,
খোরশেদ
মাহমুদ,
মাসুদ
রানা,
মাহফুজ
রহমান,
আবু
হাসান,
গণমাধ্যম
কর্মী
মোশারফ
হোসেন,
সরকার
হায়দার
প্রমুখ
বক্তব্য
রাখেন।

বক্তারা
জুলাই
শহীদ
দিবসকে
জাতীয়
জীবনের
এক
গৌরবোজ্জ্বল
অধ্যায়
হিসেবে
উল্লেখ
করেন।
তাঁরা
বলেন,
গণতন্ত্র,
ন্যায়বিচার

মানবাধিকারের
জন্য
জীবন
উৎসর্গকারী
শহীদদের
আত্মত্যাগ
জাতির
ইতিহাসে
চিরস্মরণীয়
হয়ে
থাকবে।

আলোচনা
শেষে
শহীদদের
আত্মার
মাগফিরাত
কামনা
করে
বিশেষ
মোনাজাত
করা
হয়।


সালাউদ্দিন/সাএ