পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শহিদুল ইসলাম ছেলে শিহাবকে নিয়ে আজ সকালে নিজের পুকুর থেকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা গিয়ে পুকুরপাড়ে অবস্থিত সেচপাম্পের কাছে শিহাবকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পুকুরে পাওয়া যায় বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবা শহিদুলের লাশ। পরে গ্রামবাসী মরদেহ দুটি বাড়িতে পৌঁছে দেন।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Voice24 Admin 










