০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে খুন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৫৩ Time View

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৫ আগস্ট ২০২৫  

আইয়ুব ম্রং

বকেয়া টাকা চাওয়ায় নেত্রকোণার কলমাকান্দায় পুলিনুস দারিং (৪৫) নামে এক চা দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব ম্রংকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ঘটনাটি ঘটে।

নিহত পুলিনুস দারিং উপজেলার খারনৈ গ্রামের কালাদিওর ছেলে। অভিযুক্ত আইয়ুব ম্রং একই উপজেলার গোবিন্দপুর গ্রামের কেলন রিমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর বাজারে পুলিনুস দারিংয়ের একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে একই এলাকার আইয়ুব ম্রং তার দোকানে বাকিতে চা পান করতেন। মঙ্গলবার বিকেলে আবয়ুব ম্রং দোকানে আসলে পুলিনুস তার কাছে টাকা চান। এসময় দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। উপস্থিত লোকজন বিষয়টি মিটিয়ে দিলে আইয়ুব ম্রং চলে যান।

কিছুক্ষণ পর বাড়ি থেকে ছুরি নিয়ে এসে পুলিনুস দারিংয়ের বুকে আঘাত করেন আইয়ুব ম্রং। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুলিনুসের মৃত্যু হয়।

নিহতের ছেলে ইমন চিসিম বলেন, ‍“চায়ের দোকানে বাবার সঙ্গে আইয়ুব ম্রং-এর কথা কাটাকাটি হলে আমি দুইজনকে শান্ত করি। আইয়ুবকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমিও চলে যাই। কিছুক্ষণ পর তিনি ছুরি নিয়ে এসে বাবাকে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথেই বাবা মারা যান।”

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

ট্যাগঃ

নেত্রকোনায় বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে খুন

সময়ঃ ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৫ আগস্ট ২০২৫  

আইয়ুব ম্রং

বকেয়া টাকা চাওয়ায় নেত্রকোণার কলমাকান্দায় পুলিনুস দারিং (৪৫) নামে এক চা দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব ম্রংকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ঘটনাটি ঘটে।

নিহত পুলিনুস দারিং উপজেলার খারনৈ গ্রামের কালাদিওর ছেলে। অভিযুক্ত আইয়ুব ম্রং একই উপজেলার গোবিন্দপুর গ্রামের কেলন রিমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর বাজারে পুলিনুস দারিংয়ের একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে একই এলাকার আইয়ুব ম্রং তার দোকানে বাকিতে চা পান করতেন। মঙ্গলবার বিকেলে আবয়ুব ম্রং দোকানে আসলে পুলিনুস তার কাছে টাকা চান। এসময় দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। উপস্থিত লোকজন বিষয়টি মিটিয়ে দিলে আইয়ুব ম্রং চলে যান।

কিছুক্ষণ পর বাড়ি থেকে ছুরি নিয়ে এসে পুলিনুস দারিংয়ের বুকে আঘাত করেন আইয়ুব ম্রং। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুলিনুসের মৃত্যু হয়।

নিহতের ছেলে ইমন চিসিম বলেন, ‍“চায়ের দোকানে বাবার সঙ্গে আইয়ুব ম্রং-এর কথা কাটাকাটি হলে আমি দুইজনকে শান্ত করি। আইয়ুবকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমিও চলে যাই। কিছুক্ষণ পর তিনি ছুরি নিয়ে এসে বাবাকে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথেই বাবা মারা যান।”

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/ইবাদ/মাসুদ